আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ চা-শ্রমিক জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার সুযোগ দেয়ার জন্য এশিয়ার সর্ববৃহৎ চা বাগান মাধবপুরের উপজেলার সুরমা চা বাগান আদর্শ উচ্চ বিদ্যালয় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার এক ভিডিও কলের মাধ্যমে উক্ত স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মোঃ আরিফুল হাই রাজীব। সার্বিক সহযোগিতা করেন লস্করপুর ভ্যালি কার্যকরী পরিষদ এর সম্মানিত সভাপতি শ্রী রবীন্দ্র গৌড়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু প্রদীপ গৌর, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, মাধবপুর উপজেলা শাখা, বাবুল হোসেন খান, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ শাহাজানপুর ইউনিয়ন শাখা, আব্দুল্লাহ শাহিন সাবেক সহ-সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, নৃপেন পাল যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি প্রমূখ।