রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ফসলি জমির মাটি ও নদীর চড়ের বালু উত্তোলনের মহাউৎসব মাধবপুরে গাঁজাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শহরে দিন-দুপুরে চুরি ৫ লাখ টাকার মাল লুট বানিয়াচংয়ে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ড্রেজার মেশিন জব্দ শায়েস্তাগঞ্জে বিভিন্ন মামলায় পলাতক ২ আসামি গ্রেপ্তার মাধবপুরে অস্ত্রসহ ৩ পেশাদার ছিনতাইকারি গ্রেফতার শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকার খালে ॥ আহত ১৫ শহর থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা ২দিন পর উদ্ধার নবীগঞ্জের বায়তুল হিকমা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাহদী হাসান ॥ জানি না বলে ফরজ কাজ এড়িয়ে চলার সুযোগ নেই শায়েস্তাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেফতার ১

হবিগঞ্জে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে নজরুল জয়ন্তী উদযাপন

  • আপডেট টাইম সোমবার, ২৬ মে, ২০১৪
  • ৩৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে নজরুল একাডেমী হবিগঞ্জ জেলা শাখা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল রবিবার সন্ধ্যায় নজরুল একাডেমী হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিউল আলম, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহান আরা খাতুন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম সভাপতি হারুনুর রশিদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে কবি নজরুলের উপর বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ। স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমীর সিলেট বিভাগীয় সমন্বয়কারী আব্দুল আউয়াল তালুকদার। বক্তৃতা করেন অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, উপাধ্যক্ষ আব্দুজ জাহের, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আলমগীর খান, বাসস প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, আমজাদ হোসেন চৌধুরী, আলাউদ্দিন আহমেদ প্রমূখ। পরে শাহ আলম চৌধুরী মিন্টুর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয়ং শিল্পীরা গান পরিবেশন করেন।
মূল প্রবন্ধে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ বলেন- বাংলা সাহিত্যে এক বিস্ময়কর প্রতিভার নাম নজরুল। রবীন্দ্র প্রতিভা যখন বাংলা সাহিত্যের মধ্যগগনে দেদীপ্যমান ঠিক তখনই বিদ্রোহী কবি নজরুলের ধূমকেতুর মতো আবির্ভাব। তিনি বাংলা সাহিত্যে রবীন্দ্রবলয়ের বাইরে গিয়ে এক স্বতন্ত্র ধারা সৃষ্টি করেছেন। সমালোচকরা যাই বলুক না কেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে আপন মহিমায় সমুজ্জল হয়ে থাকবেন চিরকাল। সময়কে অতিক্রম করে আজও তিনি সমভাবে আরাধ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com