নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ভুবিরবাক গ্রামে গত শনিবার দিবাগত গভীর রাতে ৫টি হিন্দু পরিবারের বাড়ীতে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দেবতা ঘরের তালা ভেঙ্গে পিতলের কৃষ্ণ মুর্তি, গোবিন্দ মুর্তিসহ পূজার আসবাবপত্র চুরি করে নিয়ে যায়।
জানা যায়, গত শনিবার দিবাগত গভীর রাতে ওই গ্রামের ডাঃ অমলেন্দু সুত্রধর, নগেন্দ্র সুত্রধর, জরন সুত্রধর, অমর সুত্রধর, গোপাল সুত্রধরের বাড়ীতে চোরেরা হানা দেয়। এরা দেবতা ঘরের তালা ভেঙ্গে উল্লেখিত পরিমান আসবাবপত্র ও পূজার সামগ্রী চুরি করে নিয়ে।