প্রেস বিজ্ঞপ্তি ॥ নিমছায়া সেচ্ছায় রক্তদাতা ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্যামলী জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে নিমছায়া উপদেষ্টা শ্যামলীর বিশিষ্ট মুরুব্বি রকিবুল হাসান সালেহ, শ্যামলীর মুরুব্বি এডভোকেট নুরুল ইসলাম, হাজী কামাল, উপদেষ্টা নুরুল আমিন, মন্জু মিয়া,সৈয়দ রোহেব, সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক মোঃ তানভীর হোসেন, জুবায়ের আহমেদ, মেহেদী হাসান ফাহিম, তৌফিক শরীফ, সাধারণ সম্পাদক এস এম হেলালুর রহমান তুর্কী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হৃদয়, আকিক সাংগঠনিক জসিম, অর্থ সম্পাদক মোঃ কান্চন মিয়া, সদস্য, ক্রীড়া সম্পাদক সানিম, রকিব, সানি, বদরুল, সোহান, জীবন, কায়েস, রায়হান, মামুন, কাশেম, সুমন সর্দার, প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া পরিবেশন করেন হাফেজ আব্দুর শুকুর।