স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে ৩০০পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জ ডিবির এসআই মোজাম্মেল হক, দেবাশীষসহ ডিবি পুলিশের একটি টীম বানিয়াচং বড়বাজারস্থ আনহার ফার্ণিচারের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৩০০ পিস ইয়াবা পাওয়া গেছে মামুনের কাছে। মামুন বানিয়াচং উপজেলার পূর্ব তোপখানার নানু মিয়া মাস্টারের ছেলে। বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়বাজারস্থ আনহার মিয়ার দোকান থেকে ছাত্রলীগ সভাপতি মামুনকে ৩০০পিস ইয়াবাসহ তাকে ডিবি পুলিশ আটক করে। এসময় তার নিকট থেকে ২৪ইঞ্চি লম্বা একটি দাড়ালো রামদা পাওয়া গেছে। এ বিষয়ে বানিয়াচং থানায় মাদক এবং অস্ত্র আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি এ প্রতিনিধিকে নিশ্চিত করেন।
এদিকে গ্রেফতারকৃত বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হোসেন খান মামুনকে মিথ্যা মাদকের মামলায় ফাসানো হয়েছে বলে মামুনের পিতা আমজাদ হোসেন খান সাংবাদিক সম্মেলনে দাবী করেছেন। গতকাল রাতে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেছেন তিনি বলেন, ২৪ আগষ্ট রাতে সাদা পোশাকধারী লোক ডিবি পরিচয়ে বাড়ীতে এসে আমার পুত্র মামুনকে জরুরী আলাপের কথা বলে ঘর থেকে বের করে নিয়ে যায়। এ সময় তারা আমার বাড়ীতে কোন প্রকার তল্লাশী করেনি। কিন্তু পরদিন শুনতে পাই আমার পুত্রকে নাকি ৩০০পিস ইয়াবা এবং ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে। তিনি বলেন আমার পুত্রকে খালি হাতে নিয়ে গিয়ে ইয়াবা ও ধারালো অস্ত্র উদ্ধার নাটক সাজিয়ে আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমি একজন শিক্ষক, আমাদের পরিবারের সবাই বঙ্গবন্ধুর আদর্শে বিশ^াসী। আমার ভাই নুরুজ্জামান হোসেন খান হানু উপজেলা ছাত্রলীগের দুইবারের সাধারণ সম্পাদক ছিল। চাচার আদর্শ নিয়ে আমার পুত্র মামুনও বর্তমানে উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। আমি মিথ্যা মামলা প্রত্যাহারসহ আমার ছেলের নিঃশর্ত মুক্তির জোর দাবী জানাচ্ছি। সাংবাদিক সম্মেলনে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।