বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের অধিকাংশ স্কুলের সামন আজ কতিপয় প্রভাবশালীদের দখলে। বিশেষ করে বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে অবস্থিত সরকারী প্রাথমিক বিদ্যালয়টি এখন কথিপয় দালালদের হাতে জিম্মি হয়ে পরেছে। স্কুলের সামনের মাঠটি গরু ব্যবসায়ীদের দখলে। এ মাঠে রয়েছে অসংখ্য গর্ত, বর্জ, গোবর, বড় বড় গাছের টুকরা। পানিতো আর আছেই। পাশে রয়েছে বনের স্তুপ, পচা ময়লা আবর্জনার স্তুপ। রাস্তাটি দখল করে গড়েতোলা হয়েছে ছোট ছোট টং ও চায়ের দোকান। ময়লা আবর্জনার গন্দের কারণে শিক্ষকদের নাকে রোমাল দিয়ে ক্লাস নিতে হয়েছে।