স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে অবৈধ স্থাপনার বিরুদ্ধে আবারো ঝটিকা অভিযান শুরু হয়েছে। গতকাল রবিবার দুপুরে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজিব আহমেদের নেতৃত্বে কোর্ট স্টেশন চাষী বাজার এলাকায় এসব অভিযান শুরু হয়। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ হবিগঞ্জ শহরের কামড়াপুর থেকে পোদ্দারবাড়ি বাইপাস এবং শায়েস্তানগর প্রধান সড়ক ও শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের বিভিন্ন স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চলবে। এর আগেও উচ্ছেদ করা হয় কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও ভূমিখেকোরা টিন দিয়ে ছাপটাসহ তাবু টানিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছে। আর এসব স্থাপনায় অবৈধ বিদ্যুত সংযোগও রয়েছে। আবার রাতের আধারে এস স্থাপনা থেকে টমটম চার্জ দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয় নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে প্রশাসন ফের অভিযান চালায়। এ ব্যাপারে জেলা প্রশাসক কামরুল হাসান জানান, খোঁজ খবর নিয়ে এসব অবৈধ স্থাপনার বিরুদ্ধে আবারও অভিযান চলবে। নির্বাহী প্রকৌশলী সজিব আহমেদ জানান, হবিগঞ্জ থেকে শুরু করে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ পর্যন্ত সকল অবৈধ স্থাপনা উচ্ছে করা হবে।