নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ইনাতগঞ্জ থেকে নবীগঞ্জ যাওয়ার সময় পথিমধ্যে এ দুর্ঘটনাটি ঘটে। আহত কলেজছাত্রের নাম ফায়েক আহমেদ (১৮)। তিনি ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং মোস্তফাপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র।
সূত্রে জানা গেছে, ফায়েক আহমেদ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে নবীগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে তিনি আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন।