বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

মাধবপুরের মার কোম্পানী স্থানান্তরে লিগ্যাল নোটিশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৩৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে শাহপুর এলাকায় অবস্থিত ড্রাই স্টার্চ পাউডার উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘মার লি.’ অন্যত্র কোন শিল্প এলাকায় সরিয়ে নেয়ার দাবিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে পরিবেশবাদী সংগঠন বেলা। বুধবার তারা শিল্প মন্ত্রনালয়, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিবসহ ১১ জনকে এ নোটিশ দেয়। এতে আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর ব্যব¯’া গ্রহণ করে নোটিশদাতাকে অবহিত করার জন্য বলা হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর নামক স্থানে স্থাপিত মার লি. প্রতিষ্ঠার পর থেকেই কোন শোধন ছাড়াই কারখানার সৃষ্ট বর্জ্য পাশর্^বর্তী এখতিরয়াপুর খালে ছাড়ছে। ইটিপি’র ব্যবহার না করে কারখানার অপরিশোধিক বর্জ্য খালে ছাড়ার কারণে ছাতিয়াইন ইউনিয়নসহ আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। বিনষ্ট হয়ে পড়ে খালের পানি। কারখানার অব্যহত দুষনের ফলে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষি, গবাদি পশু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অসহনীয় এ দুষনের প্রতিবাদে এলাকাবাসী সভা, সমাবেশ, মানববন্ধ, মহাসড়ক অবরোধ করেছে। এসব আন্দোলন দমাতে এলাকাবাসীর বিরুদ্ধে কোম্পানীর কর্তৃপক্ষ মামলা মোকদ্দমা করেছে। এদিকে এলাকার পরিবেশ প্রতিবেশ ক্ষতি সাধনের অভিযোগে কোম্পানীটিকে ২০১৭ সালে ১৭ লাখ ১০ হাজার এবং ২০১৮ সালে ৩৫ লাখ ৭ হাজার ৮৪০ টাকা জরিমানা করা হয়। পরে কোম্পানী কর্তৃপক্ষ উক্ত জরিমানার বিরুদ্ধে রিট আবেদন করলে ২০২০ সাল পর্যন্ত তা স্থগিত রাখা হয়। বেলার দাবি, পরিবেশ দূষনের এহেন কার্যক্রম দেশে প্রচলিত আইনের পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ। মার লি. এর বিদ্যুৎ, গ্যাস, পানিসহ সব সেবা সংযোগ বিচ্ছিন্ন করে এর কার্যক্রম বন্ধ এবং উক্ত এলাকা থেকে উচ্ছেদ করে অন্যত্র কোন ঘোষিত শিল্প এলাকায় স্থানান্তরের দাবি জানানো হয় নোটিশে। একই সাথে এলাকার পরিবেশ, প্রতিবেশ, খাল, কৃষি জমি, ফসলাদি, গবাদি পশু ইত্যাদির ক্ষতি নির্ধারণপূর্বক ক্ষতিপূরণ আদায় ও যথাযথ শাস্তির দাবি জানানো হয়।
নোটিশটি উল্লেখিত দুই সচিব ছাড়াও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, হবিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট), পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগী পরিচালক, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধবপুর উপজেলা চেয়ারম্যান, মাধবপুর থানার অফিসার ইনচার্জ ও মেসার্স মার লিমিটেড এর স্বত্তাধিকারী মো. রাসিল হককে সুপ্রীম কোর্টের আইনজীবী সাঈদ আহমেদ কবীর স্বাক্ষরিত এ নোটিশ পাঠানো হয়েছে।
বেলা সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আক্তার জানান, লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সন্তোষজনক ব্যবস্থা গ্রহন না করা হলে আইনী পদক্ষেপ নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com