স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড় থেকে টমটম চুরি করে নিয়ে যাবার সময় হানিফ মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাকে সদর থানায় সোপর্দ করা হয়।
জানা যায়, গতকাল সন্ধ্যায় তিনকোনা পুকুর পাড়ে টমটম রেখে চালক চাঁন মিয়া মসজিদে নামাজ পড়তে যান। এ সময় বিষয়টি আঁচ করতে পারে উমেদনগর এলাকার হানিফ। সে টমটমটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে উত্তম মধ্যম দেন। খবর পেয়ে সদর থানার এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।