স্টাফ রিওপোর্টার ॥ মাধবপুরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
র্যাব জানায়, ১৮ আগস্ট সকাল ১১টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)-এর একটি দল মাধবপুর উপজেলার ধর্মঘর বাজার থেকে অভিযান চালায়। এ সময়। পেশাদার মাদক ব্যবসায়ী মো. দ্বীন ইসলাম (২০)-কে গ্রেফতার করে। গ্রেফতার দ্বীন ইসলাম মাধবপুর থানার নিজনগর গ্রামের মো. আবুল মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে ৬৮ বোতল ফেন্সিডিল ও ১টি মোবাইল জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও মোবাইলসহ তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।