রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন শিকন্দরপুরে শীতার্থদের মাঝে গোলাম আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ নোয়াপাড়ায় জয়ন্ত্রিকা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

মাধবপুরে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে জুনিয়র শিক্ষকদেরকে প্রধান শিক্ষকের চলিত দায়িত্ব

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৩১১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জ্যেষ্ঠতা লড়ঘন করে দুইজন জুনিয়র শিককে প্রধান শিক্ষকের চলিত দায়িত্ব প্রদান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সহকারি শিক্ষক হরলাল সূত্রধর সহ ৫ জন সিনিয়র সহকারী শিক্ষক মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও তার অফিস সহকারি আজহার মিয়ার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে দায়িত্বপ্রাপ্ত আব্দুর রহিম ও জীবন রঞ্জন বনিক এডিবি প্রকল্পে নিয়োগপ্রাপ্ত হন এবং দুই বছর অতিক্রম হওয়ার পূর্বে ৩০ জুন ২০০৩ সালে প্রকল্প মেয়াদ শেষ হয়। ফলে তারা বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য নয়। কিন্তু তারা ৪ নভেম্বর ২০০৪ রাজস্বখাতে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করে অবৈধ সুযোগ নিয়ে রাজস্বখাতে সহকারি শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন। কিন্তু তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নিয়োগ বিধি ২০১৯ ইং গেজেটের ২(ঝ) উপধারা মোতাবেক এ সুযোগ নিতে পারেন না। অভিযোগকারী হরলাল সূত্রধর সহ ৫ জন দাবি প্রাথমিক জেলা শিক্ষা অফিসার স্মারক নং জেপ্রাশিঅ/হবি/৭২৪/১৪৯ মূলে আব্দুর রহিম ও জীবন রঞ্জন বণিক ৪মে ২০০৬ ইং রাজস্বখাতে নিয়োগ প্রাপ্ত হয়। অপরদিকে ২০০৩ সালের নিয়োগপ্রাপ্ত ৫৭ জন ও ২০০৪/২০০৫ সনের নিয়োগপ্রাপ্ত ৩৬ জন এবং ২০০৫ সনের ২৯ জন নিয়োগপ্রাপ্ত হয়। আগে নিয়োগপ্রাপ্ত মোট ১২২ জন সিনিয়র শিক্ষককে ডিঙিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও তার অফিস সহকারি আজহার মিয়া মিলে আব্দুর রহিম ও জীবন রঞ্জন বণিককে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব প্রদান করেন যা বিধিসম্মত নয়। তারা সরকারের প্রচলিত বিধি, জ্যেষ্ঠতা বিধি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নিয়োগ বিধি ২০১৯ ও শিক্ষক নিয়োগ বিধি ২০১৯ মোতাবেক তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাধবপুর সিদ্দিকুর রহমান জানান এই নিয়োগে কোন ধরনের অনিয়ম করা হয়নি। উর্ধতন কর্তৃপক্ষ সিলেকশন করেই তাদেরকে নিয়োগ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com