স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাঙ্গেরগাও থেকে গিয়াস উদ্দিন (৫০) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টায় সদর থানার এএসআই জালাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন। সে মন্নাফ মিয়ার পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় দুই বছরের সাজা পরোয়ানা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিল।