আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের পাহারপুর বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে ১০টিপ্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজমিরীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাসের নেতৃত্বে গতকাল বেলা ২টার দিকেভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। এর মধ্যে মেয়াদ উত্তীর্ন পণ্য রাখায় পাহাড়পুর মোদীর দোকান মাতৃ ভান্ডারকে ৮ হাজার টাকাম জয়হরি হোটেল এন্ড রেষ্টুরেন্টেকে ৭হাজার টাকা, জনতা ষ্টোর মুদি দোকানকে ৭হাজার টাকা, নিউ জননী ষ্টো কে ৫হাজার টাকা, জিসান ষ্টোরকে ৩হাজার টাকা, রবি এন্ড সন্স ষ্টোরকে ৬হাজার টাকা, মা ষ্টোরকে ৩হাজার টাকা, হোটেল রেষ্টুরেন্টকে ৩হাজার টাকা, জুই ষ্টোরকে ২হাজার টাকা ও নিপা ষ্টোরকে ১হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ মালামাল বিনষ্ট করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ স্যানাটারী ইন্সপেক্টর আমজাদ হোসেন, আজমিরীগঞ্জ থানার এএসআই আল জাহাঙ্গীর মল্লিকসহ একদল পুলিশ।