বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে জুয়া খেলার দায়ে এক জুয়াড়ীকে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড প্রদান করেছে। গতকাল রোববার বানিয়াচং সদরের নতুনবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জুয়া খেলার দায়ে মহব্বতখানী গ্রামের জব্বার মিয়ার ছেলে আউলাদ মিয়া (২৮) কে হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ১হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন এসআই আব্দুস ছাত্তারসহ একদল পুলিশ। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন’র সাথে আলাপকালে তিনি জানান, মাদক, জুয়াসহ সব ধরনের অপরাধ প্রবনতা কমিয়ে আনার লক্ষ্যে প্রতি নিয়ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশ ও জনতার সহযোগিতা থাকলে সমাজ থেকে এসব অপরাধ প্রবনতা পুরোপুরি নিয়ন্ত্রনে চলে আসবে বলেও তিনি এ প্রধিনিধিক জানান।