মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করে। ১৫ই আগস্ট সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বানিয়াচং উপজেলায় বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ খবীর উদ্দিন, পিআইও মলয় কুমার দাসসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ। ইউএনও মাসুদ রানার সভাপতিত্বে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর কর্ম জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন করেন সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান।