স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশের আব্দায় এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মর্জিনা আক্তার (৩৫) নামে এক মহিলা নিহত হয়েছে। আঘাতের ফলে তাঁর নারী ভূরি ও বের হয়ে গেছে। গতকাল রাত ৯ টায় এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার বিংরাজ মিয়ার স্ত্রী ও অবসরপ্রপ্ত আনসার সদস্য। নিহতের পরিবারের লোকজন জানায়, একই এলাকার রুবেলের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল রুবেল ও ৩/৪ জন যুবক তাঁর ঘরে এসে এলোপাতি চুরি আঘাত করে। এক পর্যায়ে তাঁর নাড়িভুড়ি বের হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে এস আই অভিজিৎ ভূমিক লাশের সুরতাল রিপোর্ট তৈরী করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। ওসি মাসুক আলী, জানান লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারণে হত্যা করা হয়েছে তা তদন্ত চলছে এবং হত্যা কারীদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।