চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সাড়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই ইদ্রিছ আলী পিপি এম এর নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট পৌর শহরের বাল্লা রোডে অভিযান চালিয়ে উপজেলার আমু চা বাগানের মৃত অভিলাশ ঝড়ার ছেলে বকুল ঝড়া (৩৫) কে সাদা প্লাস্টিকের ব্যাগ ভর্তি ৪ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।