বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু বলেছেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি নন, তিনি আমাদের জাতীয় কবি। তিনি বাংলার এক দ্রুবতারা। এ তারকাটি ঝলঝল করবে যতদিন বাঙালী জাতির অস্তিত্ব পৃথিবীতে থাকবে। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম শুধু কবিতায় নয়, গান, গজল, উপন্যাস ও চারুকলাসহ নানা ক্ষেত্রে জ্যোতি ছড়িয়েছেন। তার সকল সৃজনশীল কর্ম সম্পর্কে আমাদের জানতে হবে, জানাতে হবে আমাদের উত্তরসুরীদের। এ বিষয়টি তরান্বিত কতে পারে ‘বাহুবল সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ’-এর মতো সংগঠনগুলো।
তিনি গতকাল দুপুর সাড়ে ১২টায় বাহুবল মডেল প্রেসক্লাব মিলনায়তনে বাহুবল সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ-এর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫তম জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমএ মুনিম চৌধুরী বাবু এমপি উল্লেখিত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি মাওলানা নূরুল আমীন-এর সভাপতিত্বে ও সহ-সভাপতি এমএ মজিদ তালুকদারের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শফি আহমেদ চৌধুরী, বাহুবল মডেল প্রেসক্লাব-এর সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইয়াছিনুল হক, উপজেলা জাপা’র সদস্য সচিব আ.ক.ম উস্তার মিয়া তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি অলিউর রহমান (অলি), উপজেলা যুব সংহতির সভাপতি মাসুক আহমেদ, উপজেলা উলামালীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম তালুকদার, সাপ্তাহিক হবিগঞ্জ সংবাদ-এর বার্তা সম্পাদক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, বাহুবল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ-এর সাধারণ সম্পাদক এটিএম তামিম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক ইসমাইল মাহমুদ ফিরোজ। সভা শেষে কুইজ প্রতিযোগিতায় উত্তরদাতাদের মাঝে লটারী অনুষ্ঠিত হয়। লটারীতে বিজয়ীদের মাঝে ১ম পুরষ্কার একটি কম্পিউটার, ২য় পুরষ্কার একটি বাইসাইকেল ও ৩য় পুরষ্কার একটি মোবাইল ফোনসেট সহ ২০টি পুরষ্কার প্রদান করা হয়।