মাধবপুর প্রতিনিধি ॥ জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী (এমপি)। গতকাল শনিবার (১৫আগষ্ট) সকালে ওনার নিজ এলাকা হবিগঞ্জের মাধবপুর উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। মাহবুব আলী আবেগঘন কন্ঠে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির ইতিহাসের সবচেয়ে কালিমাময় দিন। এই দিনে জাতি হারিয়েছে তার গর্ব, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
এসময় মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান, সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, পৌর আওমীলীগ সভাপতি শাহ মোঃ সেলিমসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া শোক দিবস উপলক্ষে বিভিন্ন সরকারী দপ্তর, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, সামাজিক সংগঠন, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান করোনাকালীন সময়ে সীমিত আকারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীর পিতার প্রতি শ্রদ্ধা নিবেন করেন।