স্টাফ রিপোর্টার ॥ ইতিহাসের মহামানব, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ। সংগঠনের পক্ষ থেকে গতকাল শনিবার সকালে শহরের টাউন হল রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা খাতুন ও সাধারণ সম্পাদক আলেয়া জাহিরসহ অন্যান্য নারীনেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।