স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ধুলিয়াখাল বাইপাস সড়ক থেকে বাছির মিয়া (২২) নামের এক ডাকাতকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার গভীররাতে সদর থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। সে সদর উপজেলার রিচি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের ফারুক মিয়ার পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চুরি, ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিলো। গতকাল শনিবার বিকেলে বাছিরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।