স্টাফ রিপোর্টার ॥ লাখাই ও নবীগঞ্জে পৃথক অভিযানে মহিলাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে লাখাই থানা পুলিশ মুড়িয়াউক গ্রামে অভিযান চালিয়ে ওয়াহাব আলীর পুত্র ইব্রাহিম ও ছায়েদ মিয়ার পুত্র হামিদ আলীকে আটক করে। এছাড়াও নবীগঞ্জ থানা পুলিশ ঘোলডুবা গ্রামে অভিযান চালিয়ে লিটন মিয়ার স্ত্রী জনি বেগমকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে লাখাই ও নবীগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা করেছে।