স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে নৌকা পারাপার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ সংঘর্ষ হয়। জানা যায়, ওই গ্রামের জাহেদ মিয়া ও মুজিবুর রহমানের মাঝে নৌকা পারাপার নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। জাহেদ মিয়া, মুজিবুর রহমান, মুক্তাদির মিয়া, আলমগীর, সাহেদ, আশরাফকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়াও টেটাবিদ্ধ খুর্শেদ আলীকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।