ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ ও সিলেট জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষাখাতকে সাধারন মানুষের দোরগোড়ায় পৌছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতীতের কোন সরকার শিক্ষা ক্ষেত্রে এ রকম সাফল্য অর্জন করতে পারেনি। সরকার বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছে, শিশুদের উন্নয়নে উপবৃত্তি চালু করেছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে একযুগে কাজ করতে হবে। তিনি বলেন আমি জনগণের সেবক জনগণের উন্নয়নে কাজ করতে চাই। তিনি নবীগঞ্জ বাহুবলের উন্নয়নে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কলেজ বাস্থবায়ন কমিটির সভাপতি ডাঃ আঃ হাই চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ লুৎফর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি কলেজ বাস্থবায়ন কমিটির সদস্য সচিব ইমদাদুর রহমান মুকুল, উপজেলা জাতীয় পাটির সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, জাপা নেতা ইলিয়াছ মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল মুহিত চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম.এ. বাছিত, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, বিএনপি নেতা শফিউল আলম, শাহ গোলাম ইজদানী শামীম, আওয়ামীলীগ নেতা হাজী মাহমুদ, আলী নেওয়াজ গাজী, আব্দুল মান্নান, সাংবাদিক রাকিল হোসেন, এম.এ.মুহিত, মতিউর রহমান মুন্না প্রমূখ। মতবিনিময় শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী কলেজে তাঁর বরাদ্ধকৃত মাঠের মাটি ভরাট উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করেন। উল্লেখ্য সংসদ সদস্য কলেজের আসবাবপত্র ও মাঠের মাটি ভরাটের জন্য ১ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্ধ দেন।