স্টাফ রিপোর্টার ॥ তাসনুভা শামীম ফাউন্ডেশনের হবিগঞ্জ প্রতিবন্ধি স্কুল ও পূনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র। গতকাল বিকালে হবিগঞ্জ শহরের মাহমুদবাদ এলাকায় অবস্থিত এই স্কুল ও পূর্ণবাসন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরবর্তীতে ফাউন্ডেশনে কর্তৃক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে তিনি যোগদান করেন। ফাউন্ডেশনের সভাপতি রোটারিয়ান এসএম মহসিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি পংকজকান্তি দাশ পল্লবের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, ওসি মাসুক আলী।
বক্তব্য রাখেন উপদেষ্ঠা সাদত হোসেন সাদত, সাধারণ সম্পাদক সামছুদ্দিন রাজন, রাজু আলী, শেখ ফয়জুল হক প্রমূখ। প্রধান অতিথি’র বক্তব্যে জয়দেব কুমার বলেন, তাসনোভা শামীম ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিবন্ধি শিশুরা আলোকৃত জীবনের স্বপ্ন দেখছেন। তাই সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, আশা করি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে ফাউন্ডেশনের কার্যক্রম আরো গতিশীল ও কল্যাণকর হবে।