স্টাফ রিপোর্টার ॥ বর্তমান করোনা পরিস্থিতে স্বাস্থ্য বিধি না মেনে বিভিন্ন হোটেল রেস্তোরায় অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কাই করছে না। হোটেল বয় ও কর্মচারীরা ঠিকমত ব্যবহার করছে না মাস্ক। এসব অনিয়মের প্রতিবাদ করলে উল্টো অচদারন করা হয় গ্রাহকদের সাথে। তাই অনেকে ইজ্জত সম্মানের ভয়ে এর প্রতিবাদ করছেন না। এমনি একটি ঘটনা ঘটেছে গতকাল রাত ১১ টার দিকে কলাপাতা রেষ্টুরেন্টে। এক গ্রাহক অনিয়মের ব্যাপারে জানতে চাওয়ায় তার প্রতি অসদাচরণ করা হয়। পরে উপস্থিত লোকজন বিষয়টি সাধান করেন। ইতিপূর্বে স্বাস্থ্য বিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে বার কয়েক জরিমানা ও সতর্ক করা হয়েছে ওই রেষ্টুরেন্ট কর্তৃপক্ষকে।