আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) কর্তৃক গৃহীত গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর) কর্মসূচির আওতায় গৃহহীনদের জন্য দূর্যোগ স্থানীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ১৮ জন উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেছেন বেসামরিক বিমাণ পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এড. মাহবুব আলী। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তন স্বচ্ছতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারানের সভাপতিত্বে চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমান প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘর দিলেন, সেই ঘরে পরিবার নিয়ে আপনারা বসবাস করবেন। সকলে বাসযোগ্য ঘর ও টয়লেট সুন্দর রাখবেন। এখন থেকে গৃহহীন বলে কেউ আর কথা বলবে না। এই ঘরের মালিক এখন আপনারা। উপজেলার ১১টি ইউনিয়নে ১৮জনকে প্রথম ধাপে প্রায় ৫৪ লক্ষ টাকা ব্যয়ে দূর্যোগ স্থানীয় ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। একই সাথে সমাজসেবা অধিদপ্তরের ৫ হাজার ৫’শ ৪৬ জনকে এককালীন অনুদান ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জের সমাজ সেবা উপ পরিচালক মোঃ হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দীন তালুকদার ওয়াসীম, অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, সমাজ সেবা সহকারী পরিচালক সোলায়মান মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম, চেয়ারম্যান শহীদ উদ্দীন চৌধুরী, সফিকুল ইসলাম, আপন মিয়া, ফারুখ পাঠান, আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান, উপকারভোগীদের মাঝে বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের শারিরীক প্রতিবন্ধী রুবেল মিয়া ও শাহজাহানপুর ইউনিয়নের সুরমা গ্রামের মাহফুজা বেগম।