স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পইল সড়কে হেলথ অফিসে অসামাজিক কার্যকলাপের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, গত বুধবার রাত ১২টার দিকে চুনারুঘাট উপজেলার আমতলী গ্রামের হারুন মিয়ার কন্যা মাহিশা আক্তার (২৫) কে মাহমুদাবাদ এলাকার সিরাজ মিয়ার পুত্র কাওছার মিয়া ও একই এলাকার জাহেদ মিয়া অনৈতিক কাজে লিপ্ত হয়। স্থানীয় লোকজন আচঁ করতে দরজায় তালা ঝুলিয়ে সদর থানায় খবর দিলে এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে ওই যুবতীকে আটক করেন। এ সময় কাওসার ও জাহেদ মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় এসআই বাদি হয়ে মাহিশার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার বিকেলে কারাগারে প্রেরণ করেন। পুলিশ জানায়, অন্যান্যদেরকে ধরতেও পুলিশের অভিযান অব্যাহত আছে।