মোঃ আলমগীর মিয়া নবীগঞ্জ থেকে ॥ করোনা ভাইরাস প্রতিরোধে গণ সচেতনার লক্ষ্যে মাইক হাতে নিয়ে মাঠে নেমেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। নবীগঞ্জ শহরের শেরপুর বাস স্ট্যান্ড রোড, হবিগঞ্জ রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ও হবিগঞ্জ জেলার জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। এ সময় সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ হাজার ২শত টাকা অর্থদন্ড এবং ৭টি মামলা দেওয়া হয়। এছাড়াও অধিকাংশ ব্যক্তিে তাৎক্ষনিক মাস্ক ক্রয় করে পরিধানে উদ্বুদ্ধ করেন তিনি। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।