মাধবপুর প্রতিনিধি ॥ সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১২০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সকালে কাস্টমস কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত ইলিশ মাছগুলো প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। জানা যায়-মঙ্গলবার দিবাগত রাতে বাল্লা সীমান্ত দিয়ে ৫টি প্লাস্টিকের ঝুড়িতে ভর্তি ১২০ কেজি ইলিশ মাছ ভারতে পাচারের পরিকল্পনা করে পাচারকারীরা। খবর পেয়ে বাল্লা বিজিবি ক্যাম্প কমান্ডার আইয়ূব আলীর নেতৃত্বে ধাওয়া করে বিজিবি। পাচারকারীরা ঝুড়িগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়। জব্দকৃত মাছ বাল্লা সীমান্ত এলাকার কাস্টমস কর্মকর্তা ইন্সপেক্টর এস এম আব্দুল আহাদ, বিজিবি সদস্য ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। বিক্রিত অর্থ সরকারী কোষাগারে জমা রাখা হবে বলে জানান দ্বায়িত্বরত কাস্টমস কর্মকর্তা।