প্রেস বিজ্ঞপ্তি ॥ গানে গানে এক শিল্পীর গল্প যে কিনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন অস্থায়ী মিটার রিডার। তার প্রথম গান ভালবাসার অপরাধে লেখক মইনুল শশী। তার পর আরো অনেক লেখকের গান গেয়েছেন পালাশ পাল। জাকির রানার লেখা তোমাকে ভালবেসে দিয়েছি এই মন। আরো অনেক গান গেয়ে চলেছেন সিলেটের কৃতি সন্তান সালমান শাহ ছবির। গান গুলো মধ্যে সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে। তুমি মোর জীবনের ভাবনা। আরো অনেক গান গেয়ে যাচ্ছেন তিনি। বাউল সম্রাট আবদুল করিমের গান ও গেয়েছেন।
এখন সালমান শাহ ছবির আরেক টি গান রেকর্ড করেছেন। ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলার। তাঁর এই সবগান সামাজিক যোগাযোগ ফেইসবুক এর মাধ্যমে খুব ভালো সারা পরেছে। আরও একটি ইউটিউব চ্যানেলে গান গুলা আপলোড হচ্ছে বন্ধু মিডিয়া নামক একটি চ্যানেল। শিল্পী পলাশ পাল আরো বহু দূর যেতে চায়। সবার আশীর্বাদ কামনা করছেন। শিল্পী পলাশ পাল বলেন, আগামীতে হবিগঞ্জ বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী শামস এ আরফিনের লেখা একটি গান রেকর্ড হবে। সে এই গানে বড়ো শিল্পী হতে চায়।