এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে হেভেন হত্যা মামলায় আদালতে আত্মসমর্পন করেও রেহাই পাননি ছাত্রলীগ নেতা নুরুল আমিন। গত বৃহস্পতিবার আলোচিত মামলার ১৩ নং আসামী ওই নেতার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক। মামলার ডকেট চেয়ে সিআইডির আবেদন এবং আদালত স্থানান্তর প্রক্রিয়া চলমান অবস্থায় আসামীর রিমান্ড নিয়ে বিস্ময় প্রকাশ করেন আসামী পক্ষের সিনিয়র আইনজীবি ইন্দু ভূষন দাস। এদিকে, মামলার তদন্ত নিয়ে ঘন ঘন নাটকীয়তায় ধু¤্রজাল তৈরী হয়েছে।
আইনজীবি ও আদালত সূত্রে প্রকাশ, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বোরহানপুর গ্রামের উদীয়মান ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী ২৪ ফেব্র“য়ারী প্রতিপক্ষের হামলায় আহত হয়ে গত ২৮ ফেব্র“য়ারী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এঘটনায় নিহতের পিতা মকবুল হোসেন চৌধুরী ২ মার্চ উপজেলা ছাত্রলীগের আহবায়ক (বহিস্কৃৃত) হাবিবুর রহমান হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামীকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে সে জেল হাজতে রয়েছে। আলোচিত ওই মামলার ১৩ নং আসামী উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামের মুজিবুর রহমানের পুত্র ছাত্রলীগ নেতা নুরুল আমিন গত ১২ মে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আসামী পক্ষে শুনানীতে অংশ নেন সিনিয়র আইনজিবী ইন্দু ভূষন দাশ। দীর্ঘ শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক জামিন না’মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এদিকে, পুলিশ হেড কোয়ার্টারের নির্বাহী আদেশে আলোচিত হেভেন হত্যা মামলা সিআইডিতে স্থানান্তরের জন্য তদন্ত কর্মকর্তা হবিগঞ্জ পুলিশের এএসপি নাজমূল ইসলামের নিকট ডকেট চেয়ে চিঠি দেন সিআইডি পুলিশের এএসপি বসু দত্ত চাকমা। ১৬ মে পুলিশ সদর দপ্তরের সিআইডি বিভাগ ইনচার্জ (এডিশনাল আইজিপি) স্বাক্ষরিত আদেশ কপি পেয়ে ওই পত্র দেয়া হয়। ১৮ মে ডকেট হস্থান্তরের কথা থাকলেও সিলেট রেঞ্জের ডিআইজি ও হবিগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনা না পেয়ে তদন্ত কার্যক্রম চালু রাখেন এএসপি নাজমূল ইসলাম। ১৯ মে মামলার বাদী মকবুল হোসেন চৌধুরী বর্তমান কর্মকর্তার মাধ্যমে তদন্ত অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেন। ২১ মে তদন্ত কর্মকর্তা নাজমূল ইসলাম ছাত্রলীগ নেতা নুরুল আমিনের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। ২২ মে শুনানী শেষে বিজ্ঞ বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, মামলার বাদী মকবুল হোসেন চৌধুরীর আবেদন বিবেচনায় না নিয়ে পুলিশ হেড কোয়ার্টারের সিআইডি বিভাগ ইনচার্জ (এডিশনাল আইজিপি) দ্রুত হবিগঞ্জ সিআইডির কর্মকর্তা বসুদত্ত চাকমার নিকট ডকেট হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। মামলার তদন্ত নিয়ে পুলিশ ও সিআইডির শীর্ষ দুই কর্মকর্তার মধ্যে রশি টানাটানি শুরু হয়েছে। এএসপি নাজমূল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা নুরুল আমিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। যথাসময়ে আসামীকে জিজ্ঞাসাবাদ করা হবে। সিআইডি পুলিশের সহকারী সুপার বসু দত্ত চাকমা ট্রেনিংয়ে রয়েছেন।