আবুল কাসেম, লাখাই থেকে ॥ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পরিধান না করায় হবিগঞ্জের লাখাই উপজেলা ৪টি যানবাহনকে ২ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার শালদীঘা ও বুল্লা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। তিনি আরও জানান, করোনা প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।