ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ করোনার মহামারীর মধ্যে স্বাস্থ্য বিধি মেনে না চলা ও মাস্ক পরিধান না করায় নবীগঞ্জ শহরের বিভিন্ন স্থানে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমাইয়া মমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় শেরপুর রোড বাসস্ট্যান্ড এলাকায় বাস ও সিএনজি চালকদের অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, স্বাস্থ্য বিধি মেনে চলা ও সরকার নির্দেশিত ভাড়া যাতে যথাযভাবে আদায় করা হয় সে বিষয়ে সতর্ক করা হয়।
ভ্রাম্যমান আদালতের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন বলেন, মাস্ক পরিধান না করায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ১০ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে এ অভিযান অব্যাহত থাকবে।