স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার চানপুর গ্রামে এক স্বামী পরিত্যক্তা যুবতী (১৮) ধর্ষনের শিকার হয়েছে। গ্রাম্যমাতব্বররা অনেক চেষ্টা করলেও ধর্ষক শামসুদ্দিন দ্বিমত করায় বিষয়টি সমাধান হয়নি। গতকাল বিকেলে ওই যুবতীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধিন যুবতী জানায়, বনিবনা না হওয়ায় পিত্রালয়ে চলে আসে। তার প্রতি কুনজর পড়ে সম্পর্কে চাচাতো ভাই মৃত উস্তার মিয়ার পুত্র শামসুদ্দিন এর। গত রবিবার তার লালসার শিকার হয় যুবতী। ঘটনাটি জানাজানি হয়ে গ্রামের মুরুব্বীরা বিষয়টি শালিসে সমাধানের চেষ্টা করেন। কিন্তু শামসুদ্দিন এতে দ্বিমত পোষন করায় মুরারব্বীরা ব্যর্থ হয়। এ অবস্থায় নিরুপায় হয়ে যুবতীকে গতকাল সন্ধ্যার পর হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে।