মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা চা-পাতাসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক পাচারকারীরা হচ্ছে-মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানের মৃত গোলক তাঁতির পুত্র সতেজ তাঁতি এবং সুরমা গ্রামের মৃত শাহেদ মিয়ার পুত্র জিল্লুর রহমান। উদ্ধার করা চা-পাতার পরিমাণ ৩৭৮ কেজি। রবিবার রাত সাড়ে ১২টার দিকে তেলিয়াপাড়া বিওপি’র হাবিলদার মোঃ ইছাব্বার আলী’র নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল অভিযান চালিয়ে তেলিয়াপাড়া চা বাগানের বীচ লাইন এলাকা থেকে উল্লেখিত দুইজনকে চা-পাতাসহ আটক করেন। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক এস এন এম সামীউন্নবী চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।