স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের আদালত প্রাঙ্গণে স্বাস্থ্য বিধি না মেনে বিচারপ্রার্থীদের ভিড় বাড়ছে। এতে করে করোনা সংক্রমণের আশংকা করা হচ্ছে। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ স্বাস্থ্য বিধি মেনে আদালত পরিচালনা করতে হবে। কিন্তু আদালত খোলার সাথে সাথেই পাল্টে গেছে দৃশ্যপট। প্রতিদিনই জেলার বিভিন্ন স্থান থেকে শত শত বিচারপ্রার্থীরা স্বাস্থ্য বিধি না মেনেই আদালতের বারান্দায় ভিড় করছেন। এতে করে করোনা ঝুঁকির আশংকা রয়েছে বলে মনে করছেন আইনজীবি এবং আদালতের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, চীফ জুডিসিয়াল আদালতের ৩য় তলার বারান্দায় শতাধিকেরর বেশি বিচারপ্রার্থীর সমাগম। তাদের অনেকেরই নেই মাস্ক, গ্লাভ। নেই শারীরিক দুরত্বও। একাধিক আইনজীবী জানান, এরকমভাবে বিচারপ্রার্থী সমাগম করলে সংশ্লিষ্ঠদের করোনার ঝুঁকি বাড়তে পারে। কোর্ট ইন্সপেক্টর আল আমিন বলেন, সংশ্লিষ্ঠদের সাথে আলাপ করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।