স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত এর পিতা হাজী মোঃ আব্দুল হেকিম বাধ্যর্ক জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। গতকাল রাত ১০টায় সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮০ বছর। আজ সোমবার সকাল ১১টায় গ্রামের ঈদগা ময়দানে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
হবিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত এর পিতা হাজী মোঃ আব্দুল হেকিম এর মৃত্যুতে শোখ প্রকাশ করেছেন হবিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান। সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।