শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক চা শ্রমিক দম্পতির মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে শ্রীমঙ্গল বৌলাছড়া চা বাগানের শ্রমিক কলোনীতে এ ঘটনাটি ঘটেছে বলে জানান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা। নিহতরা হলো স্ত্রী অলকা তন্তবায় (৩৫) ও স্বামী বিপুল তন্তবায় (৪২)।
মির্জাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য একই বাগানের বাসিন্দা খোকন কর্মকার জানান, তারা ধারনা করছেন স্বামী স্ত্রীর কলহের জের ধরে স্বামী স্ত্রীকে খুন করে নিজে আত্ম হত্যা করে। একই ইউনিয়নের প্রাক্তন চেয়াম্যান ফিরোজ মিয়া জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বৌলাছড়া হাসপাতাল লাইনের লেবার কলনিতে বিপুল তন্তবাই এর ঘরের মেঝেতে তার স্ত্রীর গলাকাটা লাশ এবং ঘরের তীরের সাথে বিপুল তন্তবায় ফাঁস লেগে ঝুলে আছেন। তিনি জানান, এ সময় বিপুল তন্তবায় এর বড় মেয়ে সুভা তন্তবায় (১৩) জানায় পুলিশকে জানায়, সে এবং তার এক ভাই পাশের কক্ষে শুয়ে ছিল। এক পাশে তার মা, বাবা ও আড়াই বছরের ছোট বোন ঘুমিয়ে ছিলো। সকালে ছোট বোনের কান্না শুনে সে ঘুম থেকে উঠে দেখে এ অবস্থা। নিহত অলকা তন্তবায় বৌলাছড়া চা বাগানের নিবন্ধিত শ্রমিক। স্বামী বিপুল তন্তবায় বাগানে কাজ ছিলো না।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা জানান, তারা ঘটনাস্থলে এসেছেন সুরতহাল রিপোর্ট তৈরী করছেন। প্রকৃত রহস্য জানতে তারা তদন্ত করছেন। তবে তাদের প্রাথমিক ধারণা পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রীকে হত্যা করে পরে সে নিজেই আহত্যা করেছে।