স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মিলাদ, মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার এশার নামাজের পর শহরের বদিউজ্জামান খান সড়কে অফিস উদ্বোধন করা হয়। হবিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ আজিজ সেলিমের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সাবেক সভাপতি ও হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ নাহিজ, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগর, একাত্তর টিভির প্রতিনিধি শাকিল চৌধুরী, নিউজ নাউ ২৪ এর জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, মানবকন্ঠের প্রতিনিধি পাবেল খান চৌধুরী, দৈনিক আজকের পত্রিকার মফস্বল সম্পাদক আজিজুর রহমান শায়েল, দৈনিক খোয়াইর সিনিয়র স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া চৌধুরী, বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক সাইফুর রহমান তারেক, পল্লী টিভির জেলা প্রতিনিধি অপু আহমেদ রওশন, বিজয়ের প্রতিধ্বনির আফতাবুর রহমান সেলিম, দৈনিক প্রভাকরের স্টাফ রিপোর্টার জাহেদ আলী মামুন, প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার শাওন খান, প্রভাকরের স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল হাই, বিজয়ের প্রতিধ্বনির স্টাফ রিপোর্টার ফয়সল আহমেদ প্রমুখ।