স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমেদ এর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান।
প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, মরহুম শরীফ উদ্দিন আহমেদ ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কান্ডারী। সংগঠনের দুর্দিনে তিনি হাল ধরেছিলেন। তিনি ছিলেন আপাদমস্তক ভাল মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শকে ধারণ করেই সংগঠনে সুসংগঠিত করেছিলেন। তার মৃত্যুতে হবিগঞ্জের অপূরণীয় ক্ষতি হয়। শরীফ উদ্দিন আহমেদ এর রাজনৈতিক কর্মকান্ড ছিল অনুকরণীয়।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও মরহুম শরীফ উদ্দিন আহমেদ এমপি’র ছেলে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, জেলা যুবলীগের সহ সভাপতি হাজী সামছু মিয়া, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, এসএম শাহীন তালুকদার, এমএ হাকিম, মঈন উদ্দিন চৌধুরী সুমন, সবুজ আহমেদ, আলম মিয়া, সেলিম মিয়া, দ্রুব জ্যোতি দাশ টিটু, শাহ বাহার, আলমগীর দেওয়ান, কামাল আহমেদ, ইঞ্জিনিয়ার শ্যামল, ইমতিয়াজ জাহান শাওন, সৈয়দ রাশিদুল হক রুজেন, হবিগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খান, বানিয়াচং উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ শাহেব আলী, মোঃ শাহজাহান মিয়া, মোঃ শাহিবুর রহমান, অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, পৌর যুবলীগ নেতা অ্যাডভোকেট আলী আফজল আপন, এনামুল হক শাহীন, এমএ মামুন, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক বাবলু রায়, যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গুল আহমেদ কাজল, বাহুবল উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রশিদ মিয়া, বদরুল আলম, চুনারুঘাট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম কবির, রায়হান শামীম, হবিগঞ্জ পৌর যুবলীগ নেতা মাহবুবুর রহমান মোহন, ইদু মিয়া, উজ্জ্বল আহমেদ প্রমুখ।
স্মরণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত অণুষ্ঠিত হয়। মোনাজাত করেন জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান।