স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে জনতার হতে মদসহ আটক এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড ও ১শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ডিত মাদক ব্যবসায়ীর নাম নুরুল হক (৪০)। তিনি উপজেলার রাণীকোট গ্রামের মৃত আশ্বব উল্লাহর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালের দিকে মাদক ব্যবসায়ী নুরুল হক নালুয়া চা বাগানের রনজিৎ রৌদ্রপালের মদের বার থেকে ৬ লিটার মদ নিয়ে গ্রামের দিকে যাচ্ছিল। তিনি আমুরোড পাল বাড়ির সামনে পৌছুলে মদসহ স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোর্পদ করেন। পরে তাকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে হাজির করা হলে ৬মাসের কারাদন্ড ও ১শ’ টাকা জরিমানার আদেশ দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট।