নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামের এক প্রভাবাশালীর ভয়ে লন্ডন প্রবাসী দু’সহোদর ফজলু মিয়া ও বজলু মিয়া দেশে আসতে সাহস পাচ্ছেনা। এ ঘটনায় গত ২২ মে বৃহস্পতিবার রাতে তাদের পিতা হাজী আব্দুল হাছিব বাদী হয়ে একই গ্রামের হাজী আব্দুস ছত্তার, এলাইচ মিয়া, জাকির হোসেন, আজিজ মিয়া, আবু সাঈদ, কনর মিয়াসহ ৬ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি জিডি করেছেন। নবীগঞ্জ থানার জিডি নং ৮৭৮ তাং ২২/০৫/২০১৪।
সূত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামের হাজী আব্দুল হাছিবের সাথে একই গ্রামের প্রভাবশালী লন্ডন প্রবাসী হাজী আব্দুস ছত্তারের সাথে গ্রামে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে মামলা মোকদ্দমা ও চলে আসছে। বাদী তার জিডিতে উল্লেখ করেছেন আসামীরা এলাকার দাঙ্গাবাজ, মামলাবাজ, গায়ের জোরে এলাকায় যাহা ইচ্ছে করে বেড়ায়। কোন বিচার পঞ্চায়েত মানে না গ্রামের সাধারন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মারধর করে এলাকায় আধিপত্য বিস্তার করেছে। গত কয়েকদিন ধরে প্রভাবশালী আব্দুস ছত্তার এলাকায় প্রচার করেন হাজী আব্দুল হাছিবেব লন্ডন প্রবাসী দু’ছেলে ফজলু মিয়া ও বজলু মিয়া দেশে আসলে তাদেরকে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে শায়েস্তা করা সহ তাদেরকে খুন করে তাদের লাশ গুম করে ফেলা হবে। এমতাবস্থায় গত ১৯মে বিকেল বেলায় আব্দুস ছত্তারের নেতৃত্বে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে উল্লেখিত আসামীগণ হাছিব উল্লাহর বাড়ীর সামনে গিয়ে সরাসরি গিয়ে পুনরায় একই হুমকি দেয়। এ হুমকির কারনে আব্দুল হাছিবের পরিবার চরম নিরাপত্তাহীতায় রয়েছেন। অপরদিকে ঘুম খুনের হুমকিতে লন্ডন থেকে দেশে এসে বৃদ্ধ মা বাবাকে দেখার সাহস পাচ্ছেনা লন্ডন প্রবাসী ফজলু মিয়া ও তার ভাই বজলু মিয়া। এ নিয়ে তাদের পরিবার রয়েছে চরম হুমকির মুখে।