স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আওয়ামীলীগ ক্ষমতা গেলে গরীব মানুষ উপকৃত হয় আর বিএনপি ক্ষমতায় গেলে ধনী লোকজন সম্পদের পাহাড় গড়ে তুলে। প্রান্তিক জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নিতে সরকারের অন্যতম সফল প্রকল্প হল একটি বাড়ী একটি খামাড় প্রকল্প। লাখাই উপজেলার একটি বাড়ী একটি কামাড় প্রকল্পের ঋণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বৃহস্পতিবার লাখাই উপজেলা হল রুমে বিআরডিবি এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির। বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান এড. মুশফিউল আলম আজাদ, মহিলা ভাইস চেয়ারাম্যান ফয়জুন্নেছা, চেয়ারাম্যান মোক্তার হুসেন বেনু, বিআরডিবি কর্মকর্তা জসিম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে ১০০জন সদস্যের মাঝে ১৫ হাজার টাকা করে ঋন বিতররণ করা হয়।