আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় এক সার ব্যবসায়ী ও এক নৌকার মাঝিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার বুল্লা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।
এ সময় সারের দোকানে মূল্য তালিকা না থাকায় দোকানের মালিক হাফিজুরকে ৩ হাজার টাকা ও বাজারের নৌকা ঘাটের এক নৌকার মাঝিকে স্বাস্থ্য বিধি না মানার কারণে ১ হাজার টাকাসহ মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ইউএনও লুসিকান্ত হাজং নৌকার মাঝি ও জনসাধারণকে সতর্ক করে বলেন, যে কোন ঝুঁকিপুর্ণ আনন্দ ভ্রমণ করা যাবে না।