নারায়নগঞ্জে ৭ খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সাথে শামীম ওসমান ফোনে কথা বলেন। তার কথোপকথনের একটি অংশ নিম্নে দেয়া হলো:-
শামীম ওসমান: খবরটা পৌঁছাই দিছিলাম, পাইছিলা?
নূর হোসেন: পাইছি ভাই।
শামীম ওসমান: তুমি অত চিন্তা করো না।
নূর হোসেন: ভাই আমি লেখাপড়া করিনি। আমার অনেক ভুল আছে। আপনি আমার বাপ লাগেন। আপনারে আমি অনেক ভালোবাসি ভাই। আপনি আমারে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন।
শামীম ওসমান: এখন আর কোনো সমস্যা হবে না। তুমি গৌর দার সঙ্গে দেখা কর। তোমার কোনো সিল (সম্ভবত ভিসা) আছে?
নূর হোসেন: আছে আছে, সিল আছে, কিন্তু যামু ক্যামনে?
শামীম ওসমান: তুমি আগাইতে থাকো।
নূর হোসেন: ভাই তাহলে একটু খবর নেন। আমি আবার ফোন দেই।
শামীম ওসমান: তুমি কোনো অপরাধ করো নাই। আমি জানি, ঘটনা অন্য কেউ ঘটাইয়া এক ঢিলে দুই পাখি মারতেছে। এটা কি তোমার নতুন নাম্বার?
নূর হোসেন: হ্যাঁ, ভাই।
শামীম ওসমান: যোগাযোগের জন্য তোমারে আর একটা নাম্বার দিমুনে।
নূর হোসেন: আচ্ছা, ভাই, সালামালাইকুম ভাই।