শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জের উপজেলার কাকাইলছেও বাজারে সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাসের নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ৬টি প্রতিষ্টানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় কাকাইলছেও বাজারের শংকর রায় ষ্টোরকে ৫ হাজার টাকা, সুভাস সরকারের ফার্মেসিতে ভেজাল ঔষুধ পাওয়ায় ৩ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেলকে ৩ হাজার টাকা, ভাই ভাই হোটেলকে ২ হাজার টাকা, মা হোটেলকে ৩ হাজার টাকা, সরকার নির্ধারিত দাম থেকে বীজের দাম বেশি রাখায় রফিকুল ইসলামের বীজের দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার আইন ৩৮/৬২ আইনে এই জরিমানা গুলি করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ স্যানাটারী ইন্সপেক্টর আমজাদ হোসেন, আজমিরীগঞ্জ থানার এস আই আল মামুন।