স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে ৪ জুয়ারির ও ৬ দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে সদর থানার ওসি মাসুক আলীর নির্দেশে ওসি তদন্ত দৌস মোহাম্মদ এর নেতৃত্বে একদল পুলিশ এরালিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো উজ্জল মিয়া, কাশেম মিয়া, হৃদয় মিয়া, হাদিস মিয়া। এছাড়া এরালিয়া গ্রামের শের আলী, রফিক আলী, আক্তার মিয়া, লিটন মিয়া। এ ব্যাপারে সদর থানার পুলিশ বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করে। গতকাল বুধবার বিকেলে কোর্টের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।