স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সরকারী চাকুরিজীবির বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্নালঙ্কারসহ অন্যান্য মালামাল লুটে নিয়েছে। ৪ আগষ্ট মঙ্গলবার দিবাগত রাত অনুমান ৩টার দিকে বানিয়াচং উপজেলার ৪নং ইউনিয়নের রায়েরপাড়া শাহাজীবাড়ী এলাকায় বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে কর্মরত উচ্চমান সহকারী অঞ্জনা রানীর বাসায় ডাকাতির ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে কর্মরত উচ্চমান সহকারী অঞ্জনা রানীর বাসার রান্না ঘরের চুলার উপর দিয়ে একদল মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের প্রায় ৭ সদস্যকে হাত, মুখ এবং চোখ বেঁেধ ফেলে। অঞ্জনা রানী জানান, অনুমান রাত ৩টার দিকে ডাকাতদল ঘরে প্রবেশ করে এবং ১ঘণ্টার বেশী সময় আমাদেরকে জিম্মি করে ঘরে রাখা নগদ ৫০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরে আমার মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে আমাদেরকে হাত, মুখ বাধা অবস্থা থেকে মুক্ত করে। গতকাল বুধবার সকালে ঘটনাস্থল অঞ্জনা রানীর বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম, ওসি মোহাম্মদ এমরান হোসেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, ঘটনাটি দুঃখজনক। আইনশৃংখলা বাহিনীকে ঘটনার সাথে জড়িতদের খোঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে বলা হয়েছে। এ বিষয়ে ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, ঘটনার সাথে জড়িতদের খোঁজে বের করতে পুলিশের একাধিক সদস্য ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যেই ঘটনার ক্লু উদঘাটন করতে পারব।