রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন শিকন্দরপুরে শীতার্থদের মাঝে গোলাম আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ নোয়াপাড়ায় জয়ন্ত্রিকা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

বানিয়াচঙ্গে সরকারী চাকুরিজীবির বাসায় দুর্ধর্ষ ডাকাতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৩৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সরকারী চাকুরিজীবির বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্নালঙ্কারসহ অন্যান্য মালামাল লুটে নিয়েছে। ৪ আগষ্ট মঙ্গলবার দিবাগত রাত অনুমান ৩টার দিকে বানিয়াচং উপজেলার ৪নং ইউনিয়নের রায়েরপাড়া শাহাজীবাড়ী এলাকায় বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে কর্মরত উচ্চমান সহকারী অঞ্জনা রানীর বাসায় ডাকাতির ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে কর্মরত উচ্চমান সহকারী অঞ্জনা রানীর বাসার রান্না ঘরের চুলার উপর দিয়ে একদল মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের প্রায় ৭ সদস্যকে হাত, মুখ এবং চোখ বেঁেধ ফেলে। অঞ্জনা রানী জানান, অনুমান রাত ৩টার দিকে ডাকাতদল ঘরে প্রবেশ করে এবং ১ঘণ্টার বেশী সময় আমাদেরকে জিম্মি করে ঘরে রাখা নগদ ৫০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরে আমার মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে আমাদেরকে হাত, মুখ বাধা অবস্থা থেকে মুক্ত করে। গতকাল বুধবার সকালে ঘটনাস্থল অঞ্জনা রানীর বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম, ওসি মোহাম্মদ এমরান হোসেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, ঘটনাটি দুঃখজনক। আইনশৃংখলা বাহিনীকে ঘটনার সাথে জড়িতদের খোঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে বলা হয়েছে। এ বিষয়ে ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, ঘটনার সাথে জড়িতদের খোঁজে বের করতে পুলিশের একাধিক সদস্য ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যেই ঘটনার ক্লু উদঘাটন করতে পারব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com